ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

ইশরাকের শপথ এখন আর সম্ভব নয়: আসিফ মাহমুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ১৮ জুন ২০২৫   আপডেট: ২১:১২, ১৮ জুন ২০২৫
ইশরাকের শপথ এখন আর সম্ভব নয়: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ এখন আর কোনোভাবে সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৮ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘‘সিটি কর্পোরেশনের বোর্ডের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। একইসঙ্গে গেজেট প্রকাশের পর শপথ গ্রহণের নির্ধারিত সময়সীমাও পার হয়ে গেছে। ফলে ইশরাক হোসেনের আর শপথ নেওয়ার আইনি সুযোগ নেই।’’

তিনি অভিযোগ করেন, ইশরাক ও তার সমর্থকদের আন্দোলনের ফলে দক্ষিণ সিটির নাগরিক সেবা কার্যক্রম থমকে আছে। এভাবে চলতে থাকলে নগর ব্যবস্থাপনায় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।

উপদেষ্টা বলেন, ‘‘এই পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে হস্তক্ষেপ জরুরি। ইশরাকের এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আইন পরিপন্থী।’’

এ সময় আসিফ মাহমুদ আশা প্রকাশ করে বলেন, ‘‘বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং একটি সমাধানের পথে এগোবেন।’’

উল্লেখ্য, চলতি বছরের ২৭ মার্চ ঢাকার একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে।

তবে, স্থানীয় সরকার মন্ত্রণালয় আইনি জটিলতার কথা বলে এখনো তার শপথ অনুষ্ঠান আয়োজন করেনি। এদিকে, শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৫ মে থেকে নগরভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাকের অনুসারীরা।

ঢাকা/এএএম/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়