ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

নতুন বাজারে সড়ক অবরোধ করে ইউআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২১ জুন ২০২৫  
নতুন বাজারে সড়ক অবরোধ করে ইউআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ 

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ একাধিক দাবিতে ঢাকার নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। 

শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টা থেকেই শিক্ষার্থীরা মূল সড়কে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 

শিক্ষার্থীদের অভিযোগ, কোনো আলোচনা বা ব্যাখ্যা দেওয়া ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে।

আরো পড়ুন:

তারা জানিয়েছেন, পূর্ণ তদন্ত না হওয়া এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ৮টা থেকে নতুন বাজার মোড়ে ব্লকেড ও অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি স্পষ্ট – বহিষ্কৃত শিক্ষার্থীদের অবিলম্বে ফিরিয়ে নিতে হবে এবং ক্যাম্পাসে স্বৈরাচারী মনোভাব পরিহার করে একটি সুস্থ ও গণতান্ত্রিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।” 

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানিয়েছেন, শিক্ষার্থীরা মূলত বহিষ্কারাদেশ তুলে নেওয়া এবং স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন।

ঢাকা/এম আর/ইভা

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়