ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীর রাস্তায় ‘জুলাই প্রবাসী যোদ্ধারা’ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২২ জুন ২০২৫   আপডেট: ১৫:১৫, ২২ জুন ২০২৫
রাজধানীর রাস্তায় ‘জুলাই প্রবাসী যোদ্ধারা’ 

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শতাধিক প্রবাসীকে আটকে দেয় পুলিশ

‘জুলাই প্রবাসী যোদ্ধা’ হিসেবে স্বীকৃতিসহ ৪ দফা দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শতাধিক প্রবাসী অবস্থান কর্মসূচি পালন করছেন। 

 ‘জুলাই আন্দোলনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত, জেলফেরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা’ ব্যানারে তারা এই কর্মসূচি পালন করছেন। 

রবিবার (২২ জুন) বেলা ১১টার দিকে পরীবাগ মোড়ে প্রবাসীরা জড়ো হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে মিছিল নিয়ে রওনা দেন। তবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাজসিক মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। এ কারণে শাহবাগ ও বাংলামোটর সংযোগ সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা জানান, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে ফেরত আসা প্রবাসীদের পুনর্বাসন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হলেও কোনো কার্যকর অগ্রগতি হয়নি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আমিরাতের কারাগার থেকে ১৮৯ জন প্রবাসী দেশে ফিরলেও একই মামলায় এখনো ২৫ জন প্রবাসী আবুধাবির আল সদর কারাগারে আটক আছেন। এছাড়া সিআইডির হেফাজতে রয়েছেন আরও শতাধিক বাংলাদেশি প্রবাসী।

আন্দোলনকারী প্রবাসীদের চার দফা দাবি:

১.  বৈষম্যবিরোধী আন্দোলনে আটক ২৫ জনসহ আমিরাতের বিভিন্ন স্থানে আটক সকল প্রবাসীর দ্রুত মুক্তি।

২.  দেশে ফেরত আসা প্রবাসীদের  ‘জুলাই প্রবাসী যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি।

৩.  ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ পুনর্বাসন।

৪.  একই মামলায় ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরা প্রবাসীদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্তি।

ঢাকা/এমআর/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়