ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন ঢামেক ছাত্র-শিক্ষকরা

ঢামেক প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ২৩ জুন ২০২৫  
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন ঢামেক ছাত্র-শিক্ষকরা

সংকট সমাধানে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। 

সোমবার (২৩ জুন) বেলা ১১টায় স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কামরুল আলম, পাঁচ জন ছাত্র,  দুই জন ছাত্রীসহ মোট ৮ সদস্যর টিম স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। 

গত ২৮ মে থেকে আবাসন সংকট নিরসনে পাঁচ দফা দাবি নিয়ে ঢামেক শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গত ৬ জুন থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করেন। এর মধ্যে শনিবার কলেজ প্রশাসন শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা স্বাস্থ্য উপদেষ্টার প্রতি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হল পরিদর্শনের দাবি জানান। পরে স্বাস্থ্য উপদেষ্টা টেলিফোনে বৈঠকের আমন্ত্রণ জানান। 

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো– নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণের জন্য দ্রুত বাজেট পাস; আবাসন ব্যবস্থা নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা; নতুন একাডেমিক ভবনের জন্য আলাদা বাজেট পাস করা; আবাসন ও একাডেমিক ভবনের বাজেট পৃথকভাবে অনুমোদন ও দ্রুত দৃশ্যমান বাস্তবায়ন; সব প্রকল্প ও কার্যক্রমে স্বচ্ছতার জন্য শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগ করা।

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়