ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ২৩ জুন ২০২৫  
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ

সোমবার দুপুরে শাহবাগে সড়ক অবরোধ করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। 

তিন দফা দাবিতে ঢাকার শাহবাগ অবরোধ করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। 

সোমবার (২৩ জুন) দুপুর ১২টা থেকে তারা শাহবাগে সড়ক অবরোধ করেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 

বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মো. ফয়জুল আলম রাইজিংবিডিকে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে তিন দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা শহীদ মিনারে অবস্থান করছিলাম। কিন্তু আমাদের সঙ্গে সরকারের তরফ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। আমরা চাই, দ্রুত আমাদের তিন দফা মেনে নেওয়া হোক।” 

যে তিন দফা দাবিতে তারা আন্দোলন করছেন—
১. পিলখানাসহ সারা দেশের বিডিআর ইউনিটগুলোতে বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত (৭৬ ব্যাচসহ) সব বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

২. পিলখানা হত্যাকাণ্ডে গঠিত শর্তযুক্ত তদন্ত কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তরের লক্ষ্যে এর সার্বিক পূর্ণ কার্যকারিতা বাধাগ্রস্ত করছে এমন সব বিধিনিষেধ— বিশেষ করে এর প্রজ্ঞাপনে উল্লেখিত ‘ব্যতীত’ শব্দ এবং কার্যপরিধি ২ এর (ঙ) ধারাটি বাতিল করে কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মিথ্যা সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত হয়ে বর্তমানে দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে কারাবন্দি নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

৩. ২০০৯ সালে পিলখানায় সৃষ্ট ঘটনার আলোকে যেসব ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে অন্যায়ভাবে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাদের সবাইকে পুনর্বাসন করতে হবে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী সীমান্তের অতন্দ্র প্রহরী ‘বাংলাদেশ রাইফেলস’ তথা ‘বিডিআর’ নামটি পুনস্থাপন করতে হবে।

ঢাকা/রায়হান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়