ঢাকা     বুধবার   ০৯ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৫ ১৪৩২

আইজিপি-অস্ট্রেলিয়া হাইকমিশনার সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২৪ জুন ২০২৫  
আইজিপি-অস্ট্রেলিয়া হাইকমিশনার সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের প্রতিনিধি ম্যাথিউ ক্র্যাফট।

মঙ্গলবার (২৪ জুন) পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে মানবপাচার, অর্থপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

আরো পড়ুন:

আইজিপি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে পুলিশ সচেষ্ট রয়েছে বলে তাদের অবহিত করেন।

এ সময় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো.গোলাম রসুল, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়