এনসিসির গঠন কাঠামোর ব্যাপক পরিবর্তন আনা হয়েছে: আলী রিয়াজ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জাতীয় ঐকমত্য কমিশন তাদের পূর্বঘোষিত ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ প্রস্তাব থেকে সরে এসেছে। এর পরিবর্তে প্রস্তাব দেওয়া হয়েছে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠনের।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত রাজনৈতিক সংলাপের ষষ্ঠ দিনের বৈঠকে এ তথ্য জানান কমিশনের সহসভাপতি ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আলী রীয়াজ।
তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনায় এনসিসির গঠন কাঠামোর ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির উপস্থিতি নিয়ে যে আপত্তি উঠেছিল, সেটি আমলে নিয়েই তারা নতুন কাঠামোর প্রস্তাব দিয়েছেন।
আলী রীয়াজ বলেন, ‘‘আমরা রাজনৈতিক দলগুলোর বাস্তব মতামত ও প্রাসঙ্গিক আপত্তিগুলো বিবেচনা করেই এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছি। নতুন কাঠামোতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির পরিবর্তে থাকবেন নিম্নকক্ষের স্পিকার, যিনি এই কমিটির সভাপতি হবেন।’’
আলী রীয়াজ স্পষ্ট করে বলেন, ‘‘এই কমিটি শুধুমাত্র সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে কাজ করবে। অ্যাটর্নি জেনারেল ও তিন বাহিনীর প্রধানের নিয়োগ এই কমিটির আওতার বাইরে থাকবে।’’
বৈঠকে উপস্থিত একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধি জানিয়েছেন, এ ধরনের বিকল্প প্রস্তাব আলোচনার অগ্রগতি নির্দেশ করে। তবে অনেকে মনে করছেন, প্রস্তাবটি বাস্তবায়নযোগ্য করতে হলে সংবিধানে সংশোধনী আনাও জরুরি হতে পারে।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই মাসের মধ্যে জাতীয় ঐকমত্যভিত্তিক একটি খসড়া প্রস্তাব তৈরি করে তা জনসমক্ষে উপস্থাপন করা হবে।
এএএম//