ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাড়ি থেকে পালানো বিটিএস-ভক্ত দুই কিশোরীকে মাদারীপুর থেকে উদ্ধার 

মাদারীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ২৫ জুন ২০২৫  
বাড়ি থেকে পালানো বিটিএস-ভক্ত দুই কিশোরীকে মাদারীপুর থেকে উদ্ধার 

বিশ্বব্যাপী জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএসের সদস্যরা (সংগৃহীত ছবি)

বাড়ি থেকে পালানো দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএসের ভক্ত দুই কিশোরী ও তাদের সহযোগী এক কিশোরকে উদ্ধার করছে পুলিশ। 

বুধবার (২৫ জুন) তাদেরকে মাদারীপুরের ডাসার উপজেলার খিলগ্রাম এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টার দিকে ডাসার উপজেলার খিলগ্রাম এলাকায় স্কুলড্রেস পরিহিত দুই কিশোরী ও এক কিশোরকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে তাদেরকে উদ্ধার করে পুলিশ। দুই কিশোরী কোরিয়ান বিটিএস ব্যান্ডের ভক্ত। ওই কিশোর-কিশোরীদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। বুধবার দুপুরে তাদেরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই কিশোর-কিশোরীরা নরসিংদীর মনোহরদী এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুরের ডাসার এলাকায় আসে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় এলাকাাবসী তাদেরকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়।

উদ্ধার হওয়া তিন কিশোর-কিশোরীই শিক্ষার্থী। দুই কিশোরী স্কুলড্রেস পরিহিত ছিল। দুই কিশোরীর সাথে থাকা ব্যাগে ও হাতে ‘বিটিএস আর্মি’ লেখাসম্বলিত লোগো ও ট্যাটু ছিল।

ওই দুই কিশোরী জানিয়েছে, তারা দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুকের ভক্ত। পরিবারের শাসন তাদের ভাল লাগে না। তাদের কোনো স্বাধীনতা নেই। ইচ্ছেমতো চলাফেরা করতে পারেন না তারা। তাই, বাড়ি থেকে পালিয়েছে তারা।

কিশোরীদের অভিভাবকরা জানিয়েছেন, স্কুলের যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল ওই দুই কিশোরী। তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ফোনে লোকজন জানান যে, তারা মাদারীপুরের ডাসারে আছে।

ঢাকা/বেলাল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়