ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উত্তরায় ট্রাকচাপায় নিহত ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ২৯ জুন ২০২৫  
উত্তরায় ট্রাকচাপায় নিহত ৩

ঢাকার উত্তরার আজমপুরে ট্রাকচাপায় তিন জন নিহত হয়েছেন। 

শনিবার (২৮ জুন) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

রবিবার (২৯ জুন) সকালে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, আজমপুর মোড়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর দ্রুতগতির একটি ট্রাক উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। 

তিনি আরো জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়