‘নতুন বাংলাদেশ দিবস’ থেকে সরে এলো সরকার
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা দিয়েও সেখান থেকে সরে এলো অন্তর্বর্তী সরকার। ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (২৯ জুন) দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
সেখানে তিনি লেখেন, রবিবার উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছে, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে। তবে ৮ আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না।
এর আগে গত ২৫ জুন রাতে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস, ৮ আগস্ট নতুন বাংলাদেশ এবং ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস হিসেবে পালন করা হবে।
ঢাকা/ইভা