ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিউ মার্কেটে ভবন থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৮:১৭, ২৯ জুন ২০২৫  
নিউ মার্কেটে ভবন থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট বিশ্বাস বিল্ডার্সের একটি কক্ষ থেকে ফাতেমা আনোয়ারা ইশা (২৬) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উত্তরার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী।

আরো পড়ুন:

রবিবার (২৯ জুন) দুপুরে বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্সের ১৮ তলায় একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হাসপাতালে ইশার বোনজামাই নুর মোহাম্মদ শরীফ জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার রুপিয়া গ্রামে। তার বাবার নাম মৃত আনোয়ার হোসেন। ইশা বর্তমানে থাকতেন বিশ্বাস বিল্ডার্স ভবনে ওই কক্ষে। পড়ালেখার পাশাপাশি অনলাইনে বিজনেস করতেন তিনি।

তিনি আরো জানান, রবিবার সকাল থেকে ফোনে কল করে তাকে পাওয়া যাচ্ছিল না। দুপুরে ইশার বাসায় গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে থানা পুলিশকে ফোন দেওয়া হয়। পুলিশের সহায়তায় দরজা ভেঙে দেখা যায় ইশা সিলিং ফ্যানের সাথে গলায় টাই পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুঁলে আছে। কি কারণে ইশা গলায় ফাঁস দিয়েছেন তা জানাতে পারেনি পরিবার।

হাসপাতালে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়