ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য মঙ্গলবার সারা দেশে বিশেষ দোয়া

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ৩০ জুন ২০২৫  
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য মঙ্গলবার সারা দেশে বিশেষ দোয়া

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় মঙ্গলবার (১ জুলাই) সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচি ঘোষণা করেছে সরকার।

সোমবার (৩০ জুন) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

আরো পড়ুন:

এতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র-জনতা শাহাদাত বরণ করেছেন তাদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার বাদ যোহর দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

জুলাই যোদ্ধা‌দের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজনে দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বাদ জোহর দুপুর দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে ব‌লেও বিজ্ঞপ্তিতে জানা‌নো হ‌য়ে‌ছে।

ঢাকা/নঈমুদ্দীন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়