ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই অভ্যুত্থানে শহীদ আরো ১০ জনের নামে গেজেট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ১ জুলাই ২০২৫   আপডেট: ২০:২৩, ১ জুলাই ২০২৫
জুলাই অভ্যুত্থানে শহীদ আরো ১০ জনের নামে গেজেট

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আরো ১০ জনের নাম সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৩০ জুন) প্রকাশিত এই তালিকায় বিভিন্ন জেলার শহীদদের নাম, গেজেট নম্বর, চিকিৎসা সংক্রান্ত কেস আইডি, বাবা নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানা অন্তর্ভুক্ত রয়েছে।

চলতি বছরের ১৫ জানুয়ারি সরকার প্রথম ধাপে ৮৩৪ জন শহীদের নামের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল। নতুন ১০ জন যুক্ত হওয়ায় এখন শহীদের মোট সংখ্যা দাঁড়াল ৮৪৪ জনে।

আরো পড়ুন:

নতুন গেজেট অনুযায়ী, ঢাকার ৪ জন, কুড়িগ্রাম, শরীয়তপুর, চট্টগ্রাম, নোয়াখালী, যশোর ও বাগেরহাট জেলার একজন করে শহীদ হিসেবে স্বীকৃত হয়েছেন।

সরকার শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও শুরু করেছে।

২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন দমন-পীড়নের মুখে গণআন্দোলনে রূপ নেয়। আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সহিংস দমন-পীড়নের মুখে বহু শিক্ষার্থী ও নাগরিক প্রাণ হারান। আন্দোলনের চূড়ান্ত রূপ নেয় গত বছরের ৫ আগস্ট, যখন তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন।

ঢাকা/এএএম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়