টিকাটুলির কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো
ঢাকার টিকাটুলিতে একটি কেমিক্যাল গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (২ জুন) সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে মামুন প্লাজায় কেমিক্যাল গুদামের অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কিছু জানা যায়নি। এছাড়া, কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
ঢাকা/এমআর/ইভা