সাবেক সিইসি শামসুল হুদা মারা গেছেন

এ টি এম শামসুল হুদা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে গুলশানের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শামসুল হুদা স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শামসুল হুদা। তার নেতৃত্বে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। যা দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের একটি হিসেবে বিবেচিত হয়।
তার মেয়াদকালে সেনাবাহিনী তত্ত্বাবধানে দেশব্যাপী ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি, নির্বাচন কমিশন আইন ও বিধিমালায় সংস্কার এবং সীমিত আকারে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালু করার মতো উদ্যোগ গ্রহণ করা হয়।
প্রশাসনের বিভিন্ন স্তরে দীর্ঘ কর্মজীবনের পর ২০০০ সালে অবসর নেন শামসুল হুদা। এর আগে তিনি পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
ঢাকা/কেএন/ইভা