পবিত্র আশুরা: বায়তুল মোকাররমে দোয়া মাহফিল অনুষ্ঠিত
|| রাইজিংবিডি.কম

পবিত্র আশুরা ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে ‘শাহাদাতে কারবালা স্মরণে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত সভা শেষে দেশ ও জাতির সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আলোচক ছিলেন মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. মুজির উদ্দীন।
সভাপতিত্ব করেন দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।
এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ