ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গত তিন নির্বাচনের পর্যবেক্ষকদের এবার সুযোগ দেওয়া হবে না: সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ৮ জুলাই ২০২৫  
গত তিন নির্বাচনের পর্যবেক্ষকদের এবার সুযোগ দেওয়া হবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বিগত তিন নির্বাচনের পর্যবেক্ষকদের এবারের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে দেওয়া হবে না।

এরইমধ্যে পর্যবেক্ষক নীতিমালা তৈরি হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং–এর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি জানান, নির্বাচনের তারিখ নিয়ে কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে কোনো আলাপ হয়নি। নির্বাচনের আগে তারিখ জানিয়ে দেওয়া হবে।

কানাডা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানান সিইসি। 

তিনি বলেন, “নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়েও জানতে চান কানাডার রাষ্ট্রদূত। এবার নির্ভরযোগ্য ও দায়িত্বশীল পর্যবেক্ষক আনা হবে।”

সিইসি বলেন, “এরইমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে আমরা পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছি। আশা করছি, আগত নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞ ও দক্ষ পর্যবেক্ষকগণ অংশ নেবেন। তবে, যেসব সংস্থা বিগত তিনটি নির্বাচনের ক্ষেত্রে অন্ধভাবে ‘ভালো’ সার্টিফিকেট দিয়েছে, তাদের এবার আমন্ত্রণ জানানো হবে না।”

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, এই বিষয়ে কানাডা থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা পাওয়া যাবে আশা করছি।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়