ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ৯ জুলাই ২০২৫  
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার রাজধানীর জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।

বৈঠকে কমিশনের চলমান কার্যক্রম, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এবং জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

হাইকমিশনারের সঙ্গে ছিলেন কানাডার রাজনৈতিক উপদেষ্টা মি. মার্কাস ডেভিস এবং সহযোগিতা বিভাগের প্রধান ও কাউন্সেলর মি. স্টিফেন উইভার।

বৈঠকে রীয়াজ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং কানাডার আগ্রহকে স্বাগত জানান।

কানাডীয় প্রতিনিধি দল কমিশনের লক্ষ্য ও কর্মকাণ্ডের প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করে। তারা অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও কানাডার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়