ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে ঢাকায় আসছেন স্পেসএক্স প্রতিনিধিদল

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ১৮ জুলাই ২০২৫  
ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে ঢাকায় আসছেন স্পেসএক্স প্রতিনিধিদল

স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় আসছে।

এই সফরের মধ্য দিয়ে দেশে প্রতিষ্ঠানটির স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক অন্যমাত্রায় পৌঁছাবে বলে আশা বিশ্লেষকদের। 

প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তার সঙ্গে থাকবেন স্পেসএক্সের আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে স্টারলিংকের বিনিয়োগ ও অংশীদারিত্বের সম্ভাবনা মূল্যায়ন করা। প্রতিনিধিদলটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। যদিও স্টারলিংকের সেবা গত মে মাস থেকেই বাংলাদেশে চালু আছে, এই সফরের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে।

সফরসূচি অনুযায়ী, প্রতিনিধিদলটি আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম দ্রুত শুরু করার বিষয়ে শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এছাড়া, আজ বিকেল পাঁচটায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। সেখানে লরেন ড্রেয়ার এবং রিচার্ড গ্রিফিথস বাংলাদেশে স্টারলিংকের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

দুর্গম ও গ্রামীণ অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়াই স্টারলিংকের অন্যতম প্রধান লক্ষ্য, যা ডিজিটাল বৈষম্য কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

রাতে প্রতিনিধিদলটি ঢাকার হাতিরঝিলে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে যোগ দেবেন। গত বছরের জুলাই মাসের গণঅভ্যুত্থানের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে লরেন ড্রেয়ার প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী সম্প্রসারণ, নতুন বাজারে প্রবেশ এবং কৌশলগত প্রকল্পগুলো দেখভাল করেন। অন্যদিকে, রিচার্ড গ্রিফিথস বিশ্বজুড়ে স্টারলিংকের সরকারি সম্পর্ক ও চুক্তি সংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করেন এবং এর আগেও তিনি বাংলাদেশ সফর করেছেন।

ঢাকা/হাসান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়