ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ২১ জুলাই ২০২৫  
আজ যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’

চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী ছিল প্রতিরোধের অন্যতম শক্ত ঘাঁটি। মাদ্রাসার ছাত্র ও আলেম সমাজের সাহসী ভূমিকা সেই সময় ইতিহাসে অনন্য হয়ে আছে। এই বীরত্বগাঁথা স্মরণে এবার প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হতে যাচ্ছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’।

সোমবার (২১ জুলাই) যাত্রাবাড়ীর জামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে নানা আয়োজন। থাকছে শহীদ পরিবারের স্মৃতিচারণ, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের বক্তব্য, এবং ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রামাণ্য উপস্থাপনা।

সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে হামদ, নাত, নাশিদ, কবিতা আবৃত্তি, প্রতিবাদী গান এবং তথ্যচিত্র ‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’ প্রদর্শন।

সবশেষে থাকবে প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনা— ড্রোন শো।

সরকার এই প্রথমবারের মতো মাদরাসা শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে বলে জানা গেছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের উপদেষ্টা, সচিব, ও শিল্প-সাহিত্য-শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনেরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “জুলাইয়ের সেই রক্তাক্ত স্মৃতি শুধুই স্মরণ নয়, এ আয়োজন একটি পুনর্জাগরণের বার্তা নিয়ে এসেছে। যাত্রাবাড়ী ছিল প্রতিরোধের কেন্দ্র— আমরা চাই নতুন প্রজন্ম সেই গৌরবের ইতিহাস জানুক ও ধারণ করুক।”

অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষার্থী, জুলাই সহযোদ্ধা এবং সাধারণ জনগণকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাকা/হাসান/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়