ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক‌্যাটাগ‌রি বাদ দি‌য়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির নির্দেশ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ৩ আগস্ট ২০২৫  
ক‌্যাটাগ‌রি বাদ দি‌য়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির নির্দেশ

কো‌নো ক‌্যাটাগ‌রি না রে‌খে নতুন করে ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব ফরিদা ইয়সামিনের স্বাক্ষরিত ২৯ জুলাইয়ের একটি চিঠিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, এইচবিআরআই, সরকারি আবাসন পরিদপ্তর ও অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে এ নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের চিঠিতে ক্রয় ও সেবা কার্যক্রম দ্রুত সময়ে স্বচ্ছতার সঙ্গে সম্পাদনে আওতাধীন দপ্তর বা সংস্থাকে ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির ক্ষেত্রে কোনো প্রকার ক্যাটাগরি (যেমন-এ, বি, সি শ্রেণি) না রেখে পিপিআর-২০০৮ অনুযায়ী কার্যক্রম গ্রহণের জন্যও নির্দেশনা দিয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়