ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই গণঅভ্যুত্থান দিবস: বায়তুল মোকাররমে খতম ও বিশেষ দোয়া

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ৫ আগস্ট ২০২৫  
জুলাই গণঅভ্যুত্থান দিবস: বায়তুল মোকাররমে খতম ও বিশেষ দোয়া

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে কোরআন খতম ও বিশেষ দোয়া-মোনাজাত করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ কর্মসূ‌চি অনু‌ষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।

এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিবসহ বিভিন্ন বিভাগের পরিচালক ও উপ পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লীগণ উপিস্থিত ছিলেন।

এর আগে, সকাল ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে খত‌মে কোরআন অনু‌ষ্ঠিত হয়।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়