ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৭ আগস্ট ২০২৫  
ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ

এ বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আরো পড়ুন:

ইসি সানাউল্লাহ বলেন, “ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, নির্বাচনের ৬০ দিন আগে।”

গত মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠানোর কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়।

প্রধান উপদেষ্টা কার্যালয়ের এই চিঠি বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এসে পৌঁছায়। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, নির্বাচন কমিশন সচিবের কাছে এই চিঠি পাঠান।

ইসি সানাউল্লাহ বলেন, “২০২৫ এর ৩১ অক্টোবর পর্যন্ত হওয়া ভোটারদের ভোটার তালিকায় সন্নিবেশিত করা হবে। সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে প্রবাসী ভোটারদের তালিকাও তৈরি হবে।”

এই নির্বাচন কমিশনার আরো বলেন, “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত হয়েছে কমিশন সভায়।এআইয়ের অপব্যবহার রোধে কিছু বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিও চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনে একান্তই বাধ্য না হলে কোনো প্ল্যাটফর্ম সীমিত করবে না কমিশন। তবে ড্রোন ব্যবহার করা যাবে না।”

অনলাইন নিবন্ধন ও পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটদান পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে বলে জানান সানাউল্লাহ।

ঢাকা/আসাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়