ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহাখালী ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

মেডিকেল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ৯ আগস্ট ২০২৫  
মহাখালী ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

মহাখালী ফ্লাইওভার। ফাইল ফটো

ঢাকার মহাখালী আমতলী ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। 

শনিবার (৯ আগস্ট) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী বিলাল হোসেন জানান, মধ্যরাতে বেপরোয়া গতিতে একটি প্রাইভেটকার মহাখালী আমতলী ফ্লাইওভার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের একটি অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত একজনকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১২-৪০৪২। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মহাখালী থেকে প্রাইভেটকার দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে ঢামেকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়