ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের দগ্ধ ৫

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ১০ আগস্ট ২০২৫  
সিলেটে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের দগ্ধ ৫

সিলেটে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ জনকে নেওয়া হয়েছে রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

রবিবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে তাদেরকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরো পড়ুন:

এর আগে শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের শাহপরান এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। দুই শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়।

দগ্ধরা হলেন- পারভেজ, তার স্ত্রী ফারহানা, তাদের বড় ছেলে মোহাম্মদ (৬) ও ছোট ছেলে মারওয়ান (২) এবং আত্মীয় হেনা।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া সাইদুল ইসলাম বলেন, “শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহপরান এলাকার একটি দোতলা বাসায় রান্নার সময় সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে পারভেজ ও তার স্ত্রী ফারহানা, তোদের দুই ছেলে এবং এক আত্মীয় দগ্ধ হন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় আনা হয়।”

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, “দগ্ধদের মধ্যে পারভেজের শরীরের ১৫ শতাংশ, ফারহানার ১০ শতাংশ, মারওয়ানের ১৭ শতাংশ, মোহাম্মদের ৪ শতাংশ এবং হেনার শরীরের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে ভর্তি ও ২ জনকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়