ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুব দিবসে সম্মাননা পাচ্ছেন ২০ তরুণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১১ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:০১, ১১ আগস্ট ২০২৫
যুব দিবসে সম্মাননা পাচ্ছেন ২০ তরুণ

সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ১২ আগস্ট (মঙ্গলবার) সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের পুরস্কার দেওয়া হবে। এবার মোট ২০ জন পুরস্কার পাবেন, যারা নিজেদের উদ্যোগ, সংগ্রাম ও সেবামূলক কাজের মাধ্যমে অনন্য ভূমিকা রেখেছেন। 

সোমবার (১১ আগস্ট) সচিবালয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এ সময় উপস্থিত ছিলেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, পুরস্কার দুটি ক্যাটাগরিতে দেওয়া হবে—সফল আত্মকর্মী এবং যুব সংগঠক। আত্মকর্মী ক্যাটাগরিতে ১৪ জন এবং যুব সংগঠক ক্যাটাগরিতে ৬ জন পুরস্কার পাবেন।

পুরস্কারের ধরন ও মূল্যমান
সফল আত্মকর্মী ক্যাটাগরিতে: জাতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান (৩ জন, অন্তত ১ জন নারী)।
বিভাগীয় পর্যায়ে ৮ জন (প্রতি বিভাগ থেকে ১ জন)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ট্রান্সজেন্ডার ও বিশেষ চাহিদাসম্পন্ন/অটিস্টিক— প্রতি ক্যাটাগরিতে একটি করে পুরস্কার।

যুব সংগঠক ক্যাটাগরিতে: জাতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় (৩ জন, অন্তত ১ জন নারী) পুরস্কার দেওয়া হবে। ট্রান্সজেন্ডার, বিশেষ চাহিদাসম্পন্ন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একটি করে পুরস্কার।

পুরস্কার হিসেবে থাকছে চেক বা প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র। জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার ১ লাখ ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা। বিভাগীয় পর্যায়ের প্রতিটি পুরস্কারের মূল্যমান ৭৫ হাজার টাকা।

যুব দিবস উপলক্ষে ২ লাখ ৭১ হাজার ৭১৯ জন তরুণ-তরুণীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একইসঙ্গে ৪ হাজার ৯৮৫ জন (২ হাজার ৫৩৪ জন পুরুষ ও ২ হাজার ৪৫১ জন নারী) পেয়েছেন মোট ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকার যুব ঋণ।

১ হাজার ৭৬ জন যুবককে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশের ৬৪ জেলায় আত্মকর্মী ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে খাল ও জলাশয় পরিষ্কার কার্যক্রম পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সারা দেশে উদযাপন করা হবে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। সেদিন সকাল সাড়ে ৭টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি যুব র‌্যালি বের হবে। শেষ হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সকাল ১০টায় শুরু হবে মূল অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এবার যুব দিবসের প্রতিপাদ্য হলো—প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহু প্রার্থী অংশীদারত্বে অগ্রগতি।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়