ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ১১ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:৪৪, ১১ আগস্ট ২০২৫
টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে টঙ্গী মিলগেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২২ বছর। তার পরনে ছিল কালো প্যান্ট ও নীল শার্ট। 

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী বাস থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর চেষ্টা করে ওই যুবক। এ সময় জনতা ধাওয়া দিয়ে তাকে আটক করে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেছেন, নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়