ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যত বড়ই চাঁদাবাজ হোক আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ১৬ আগস্ট ২০২৫  
যত বড়ই চাঁদাবাজ হোক আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শনিবার সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা।

চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে যত বড় চাঁদাবাজ থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে।

শনিবার (১৬ আগস্ট) সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কেউ তা ঠেকাতে পারবে না। নির্বাচনে কেউ বাধা দিতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। প্রধান উপদেষ্টা যে মাসে নির্বাচন হওয়ার কথা বলেছেন, সেই মাসেই তা হবে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না।”

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে দোকানিদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করেন এবং এর ভয়াবহতা তুলে ধরেন।

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়