ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে ৩ জনের লাশ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ১৬ আগস্ট ২০২৫  
রাজধানীতে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে ৩ জনের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে  ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন:

ওসি রাকিবুল হাসান বলেন, “জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পাই ই-ব্লকের ১৪ নম্বর সড়কের চার নম্বর প্লটের নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকে ৪ জন প্রবেশ করার পর আর বের হননি। পরে সেখানে গিয়ে দেখা যায়, পানির ট্যাংকের ভেতরে ৩ জন মারা গেছেন। একজন অসুস্থ অবস্থায় আছেন।”

পুলিশের এই কর্মকর্তা বলেন, “তারা নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য তারা সেখানে নেমেছিলেন। এই ভবনের একতলার নির্মাণকাজ শেষ হয়েছে। দোতলার কাজ শুরু হবে।”

ওসি বলেন, “মারা যাওয়া শ্রমিকদের নাম–ঠিকানা পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।”

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়