মহাখালী পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ১
মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকার মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে মীর হোসেন (৫৫) নামে একজন দগ্ধ হয়েছেন।
রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে ইউরেকা পেট্রোল পাম্পে আগুন লাগে।
দগ্ধ মীর হোসেনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ইউরেকা পেট্রোল পাম্পের নিরাপত্তাকর্মী শাদাকাত হোসেন জানান, মীর হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মীর হোসেনের শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা/বুলবুল/ইভা