ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেব্রুয়ারিতেই নির্বাচন

‘প্রধান উপদেষ্টার ঘোষণা থে‌কে পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই’

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৯ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:৪৯, ১৯ আগস্ট ২০২৫
‘প্রধান উপদেষ্টার ঘোষণা থে‌কে পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই’

আসিফ নজরুল

আসন্ন ফেব্রুয়া‌রি মা‌সেই জাতীয় নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে জা‌নি‌য়ে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ব‌লে‌ছেন, “সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজন স্বীকৃত একজন বিশ্বপর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন, তার এ ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই।”

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ‌তি‌নি এ কথা জানান।

আরো পড়ুন:

রাজনৈতিক দলগু‌লোর বক্ত‌ব্যে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে- জান‌তে চাই‌লে আ‌সিফ নজরুল বলেন, “নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের নয়। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমরা মাথার মধ্যে এটাই রাখছি- ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।”

তিনি বলেন, “এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটি রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময় দেখেছেনই। বাংলাদেশে ট্রেডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন।”

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়