বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকার ওয়ারীতে বাথরুমে রাখা একটি বালতির পানিতে পড়ে মোহাম্মদ মাহাদী নামে দেড় বছর বয়সী এক শিশু মারা গেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ওয়ারীর শাহ স্ট্রিট রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা মোহাম্মদ আবুল বাশার জানান, রাতে পরিবারের সবাই ব্যস্ত ছিল। একপর্যায়ে মাহাদী একা বাথরুমে ঢুকে পড়ে। সেখানে পানিভরা বালতিতে পড়ে যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ওয়ারী থেকে পানিতে ডুবে অচেতন অবস্থায় এক শিশুকে ঢামেকে আনা হয়েছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঢাকা/বুলবুল/ইভা