ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯ বিশ্ববিদ্যালয় নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় নীতি প্রতিযোগিতা

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ২০ আগস্ট ২০২৫   আপডেট: ১৫:৩২, ২০ আগস্ট ২০২৫
৯ বিশ্ববিদ্যালয় নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় নীতি প্রতিযোগিতা

জাতীয় নীতি প্রতিযোগিতা- ২০২৫ আয়োজন করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রতিযোগিতায় দেশের নয়টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘‘এই প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি আগামী প্রজন্মের নেতৃত্বে বিনিয়োগ। তরুণদের বুদ্ধিবৃত্তিক অংশগ্রহণই রাষ্ট্রকে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেবে এবং বাংলাদেশ ২.০ বাস্তবায়নের ভিত্তি গড়ে তুলবে।’’

জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: বাংলাদেশ ২.০: তারুণ্যের নেতৃত্বে আগামীর পথে।
অংশগ্রহণকারীরা প্রথমে ধারণাপত্র জমা দেবেন। নির্বাচিত দলগুলো পরে পূর্ণাঙ্গ নীতিপত্র প্রস্তুত ও উপস্থাপনের সুযোগ পাবেন। বিজয়ী দলগুলো পুরস্কৃত হওয়ার পাশাপাশি তাদের নীতি প্রস্তাব সরকারিভাবে নীতি প্রণয়নে বিবেচনায় নেওয়া হবে। 

প্রতিযোগিতার বিষয়সমূহ: 
১. কৃষি, নদী এবং আমাদের উন্নয়নের গতিপথ
২. গুজব মোকাবিলা
৩. বর্ষা বিপ্লবে নারীদের ভূমিকা
৪. রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ
৫. বর্ষা বিপ্লবের যোদ্ধাদের ধারাবাহিকতা নির্মাণ
৬. বর্ষা বিপ্লব
৭. আমাদের তরুণ, আমাদের ভবিষ্যৎ
৮. জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা
৯. দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা ও সাংস্কৃতিক সংযোগ
১০. স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা

যুব ও ক্রীড়া সচিব বলেন, ‘‘রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয়সহ সকল ক্ষেত্রে তরুণদের অন্তর্ভুক্তি অপরিহার্য। দীর্ঘমেয়াদি পরিবর্তনের জন্য সবচেয়ে প্রয়োজন নীতিগতভাবে অগ্রসর হওয়া। তরুণদের চিন্তাপ্রক্রিয়া, মননশীলতা ও গবেষণাধর্মী সক্ষমতাকে কাজে লাগিয়ে রাষ্ট্রে নতুন পরিবর্তনের সূচনা করা সম্ভব।’’

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়