রাজস্ব ব্যবস্থাপনায় নতুন ধারা: উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন
উপদেষ্টা পরিষদ নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, রাজস্ব আহরণে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরের ১২ মে প্রণীত অধ্যাদেশের কয়েকটি ধারার সংশোধন এবং সংযোজন চূড়ান্ত অনুমোদিত হয়েছে।
প্রেস সচিব বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডে দুটি নতুন ইউনিট গঠনের প্রধান নির্বাচন হবে যোগ্যতা, অভিজ্ঞতা ও ন্যায্যতার ভিত্তিতে। প্রয়োজন হলে যেকোনো ক্যাডার থেকে নিয়োগের সুযোগ রাখা হয়েছে।”
তিনি জানান, সংশোধিত অধ্যাদেশে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা এবং বিভিন্ন আয়কর, কাস্টমস ও ভ্যাট অফিস পরিদর্শনের পর প্রাপ্ত সুপারিশগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, রাজস্ব আহরণ কার্যক্রমকে আরো গতিশীল করতে সরকারের বিশেষ পরামর্শ কমিটি গঠন করা হয়েছিল, যাতে বিভিন্ন মন্ত্রণালয়, এনবিআর সদস্য, বিসিএস ট্যাক্সেশন ও কাস্টমস ক্যাডারের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন এবং সংস্কার পরামর্শ কমিটির সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন।
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, এই সংশোধিত অধ্যাদেশ এখন সংসদের চূড়ান্ত খসড়া হিসেবে উপস্থাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ঢাকা/এএএম/এসবি