ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তরুণদের কণ্ঠস্বর নিশ্চিতে ইয়ুথ ভয়েস মেকানিজম চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ২২ আগস্ট ২০২৫  
তরুণদের কণ্ঠস্বর নিশ্চিতে ইয়ুথ ভয়েস মেকানিজম চালু

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশে তরুণদের নীতি প্রণয়ন ও শাসন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে চালু হলো ইয়ুথ ভয়েস মেকানিজম (ওয়াইভিএম)। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ নকশা পর্ব উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা- ইউএনএফপিএ, ইউএন উইমেন, আইএলও, ইউএনডিপি ও ইউনেস্কো যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করেছে। এর লক্ষ্য তরুণদের মতামত সরাসরি নীতি ও কর্মসূচিতে প্রতিফলিত করা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, “এই প্রজন্ম আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ও গতিশীল শক্তি। কিন্তু আনুষ্ঠানিক শাসন কাঠামোতে তাদের প্রতিনিধিত্ব সীমিত, বিশেষ করে তরুণী ও প্রান্তিক সম্প্রদায়ের ক্ষেত্রে। ইয়ুথ ভয়েস মেকানিজম এই পরিবর্তন আনতে সহায়ক হবে।”

তিনি জানান, জরিপ, কর্মশালা, ফোকাস গ্রুপ এবং যুব-নেতৃত্বাধীন স্টিয়ারিং কমিটির মাধ্যমে এ উদ্যোগ তরুণদের সহ-পরিকল্পনায় এগিয়ে যাবে।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রানা ফ্লাওয়ার্স বলেন, “বাংলাদেশ একটি ঐতিহাসিক ক্রান্তিলগ্নে প্রবেশ করছে। এ সময়ে তরুণদের ন্যায়বিচার ও সমতার কণ্ঠস্বর তোলার হাতিয়ার হবে ইয়ুথ ভয়েস মেকানিজম। শান্তিপূর্ণ ও কাঠামোগত উপায়ে তাদের মতামতকে প্রভাবশালী করার সুযোগ তৈরি হবে।”

তিনি আরো বলেন, “ওয়াইভিএম বিশেষ করে প্রান্তিক, গ্রামীণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণদের সরকারি অংশীদারদের সঙ্গে যুক্ত করে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার সুযোগ দেবে।”

আয়োজকরা জানান, নকশা পর্বে বিভাগীয় কর্মশালা, ফোকাস গ্রুপ আলোচনা, তথ্যদাতা সাক্ষাৎকার ও জাতীয় যুব জরিপ পরিচালিত হবে। পাশাপাশি সংলাপের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ও আঞ্চলিক কর্মশালার ব্যবস্থাও থাকবে। এসব কার্যক্রম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয়ে পরিচালিত হবে এবং জাতিসংঘ সংস্থা ও যুব সংগঠনগুলোর সহায়তায় অগ্রসর হবে।

আয়োজকরা আশা করছেন, ইয়ুথ ভয়েস মেকানিজম তরুণদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে নেবে।

ঢাকা/এএএম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়