ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইএমও কাউন্সিলে বাংলাদেশের সমর্থন দাবি নৌপরিবহন উপদেষ্টার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ২৭ আগস্ট ২০২৫  
আইএমও কাউন্সিলে বাংলাদেশের সমর্থন দাবি নৌপরিবহন উপদেষ্টার

বাংলাদেশ ২০২৬-২৭ মেয়াদের জন্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশন (আইএমও) কাউন্সিলের ক্যাটাগরি-সি সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এ লক্ষ্যে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সমর্থন কামনা করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আরো পড়ুন:

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সমর্থন কামনা করেন তিনি।

তিনি  বলেন, “বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মেরিটাইম দেশ। যার তিনটি সমুদ্রবন্দর ও মাতারবাড়িতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর রয়েছে। দেশের ৬৪টি অভ্যন্তরীণ নদী বন্দর এবং বৃহৎ জনগোষ্ঠী মেরিটাইম খাতের উপর নির্ভরশীল।”

তিনি আরো বলেন, “বাংলাদেশে তৈরি জাহাজ বিদেশে রপ্তানি হচ্ছে এবং বিশ্বমানের মেরিন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।”

এ সময় তিনি আইএমও নির্বাচনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন এবং সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং শিপ রিসাইক্লিং খাতে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।”

পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন, সমুদ্র দূষণ রোধে বাংলাদেশের পদক্ষেপসমূহ তুলে ধরেন।

নৌপরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ আইএমওর কার্বনমুক্ত ভবিষ্যৎ বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা।

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়