ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন দাবিতে আগারগাঁও সড়ক বন্ধ করল শিক্ষার্থীরা 

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ২৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:৫৭, ২৮ আগস্ট ২০২৫
তিন দাবিতে আগারগাঁও সড়ক বন্ধ করল শিক্ষার্থীরা 

তিন দফা দাবিতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শিক্ষার্থীদের এই ‘ব্লকেড’ কর্মসূচির কারণে মিরপুর-১০ থেকে বিজয় সরণী এবং শ্যামলী থেকে তেজগাঁও পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শেকৃবির শিক্ষার্থীরা এই ব্লকেড কর্মসূচি পালন করছে। এতে উল্লিখিত সড়কে যান চলাচল বন্ধ থাকায় যানজট তৈরি হয়েছে। যাত্রীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।  

মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাকসুদুর  রহমান বলেন, ‘‘আমরা শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’’

এর আগে, শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে আগারগাঁও মোড়ে অবস্থান নেন। পরে দাবি আদায়ে তারা সড়ক অবরোধ করেন। 

শিক্ষার্থীদের প্রধান তিন দফা দাবি হলো:

১০ম গ্রেড উন্মুক্ত করা: ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা বা সমমানের পদে কৃষিবিদদের জন্য ১০ম গ্রেড উন্মুক্ত করা। 

পদোন্নতিতে পরীক্ষা: নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া বিএডিসিসহ অন্য কোনো সংস্থায় নবম গ্রেডে (৯ম) পদোন্নতির সুযোগ রাখা যাবে না। বিএডিসির কোটা পদ্ধতি বাতিল করা। 

কৃষিবিদ পদবির ব্যবহার: কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা ছাড়া অন্য কেউ ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করতে পারবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

ঢাকা/মাকসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়