ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:৩০, ২৮ আগস্ট ২০২৫
জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে আসন বিন্যাস, ভোটার তালিকা, রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনসহ মোট ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ প্রকাশ করেন। 

আরো পড়ুন:

কর্মপরিকল্পনা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে। এর আগে, নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথম দিকেই।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, “সেপ্টেম্বরের শেষের দিকে রাজনৈতিক দল ও অন্যান্য অংশিজনদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে, যা শেষ হতে ১ থেকে দেড় মাস সময় লাগতে পারে।”

প্রধান উপদেষ্টা রমজানের আগে নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, “এটা মাথায় রেখে রোডম্যাপ তৈরি করা হয়েছে।”

রোডম্যাপে নির্ধারিত অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে: জাতীয় ও স্থানীয় পর্যায়ে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সম্পন্নকরণ, ভোটার তালিকার হালনাগাদ ও চূড়ান্ত প্রকাশ, রাজনৈতিক দলের নিবন্ধন যাচাই-বাছাই, সংসদীয় আসন পুনর্বিন্যাস এবং নির্বাচনি ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে পর্যায়ক্রমে সব কার্যক্রম বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে আস্থা তৈরির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ঢাকা/আসাদ/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়