ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণতান্ত্রিক আচরণ প্রদর্শনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান ৪৬ নাগরিকের

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ৩০ আগস্ট ২০২৫   আপডেট: ২০:০৬, ৩০ আগস্ট ২০২৫
গণতান্ত্রিক আচরণ প্রদর্শনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান ৪৬ নাগরিকের

সব শ্রেণি-পেশা, রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় গোষ্ঠী এবং ব্যক্তির প্রতি গণতান্ত্রিক আচরণ প্রদর্শনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ৪৬ নাগরিক।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধীরে ধীরে সক্রিয় হলেও সমাবেশ, জমায়েত ও মিছিলে অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনা গভীর উদ্বেগের। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি কিছু দাবি নিয়ে মিছিল করার সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ হয়েছে। অভিযোগ রয়েছে, ওই মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল এবং পেলেট বুলেট ছুড়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। রাস্তায় নামা ডিপ্লোমা শিক্ষার্থীদের ওপরও হামলা হয়।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, শুক্রবার গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি (সহসভাপতি) নুরুল হক নুরের ওপর যৌথ বাহিনী নির্মম হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করেছে। দলটির অন্য নেতাকর্মীদের নির্মমভাবে পেটানো হয়। তাদের কার্যালয়ে গিয়েও হামলা চালানো হয়। জুলাই গণ-অভ্যুত্থানের একজন নেতা ও তার দলের ওপর এ ধরনের হামলায় আমরা শঙ্কিত।

বিবৃতিতে ৪৬ নাগরিক বলেন, প্রধান উপদেষ্টাও এ বিষয়ে অবগত বলে খবর বেরিয়েছে। তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা সেই আশ্বাসের বাস্তবায়ন দেখতে চাই দ্রুত। এটাও মনে করিয়ে দিতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনবান্ধব করে গড়ে তোলার দায়িত্ব সরকারকেই নিতে হবে।

বিবৃতি দেওয়া ৪৬ নাগরিকের মধ্যে আছেন কাজল শাহনেওয়াজ, রায়হান রাইন, সায়েমা খাতুন,  জিয়া হাসান, জি এইচ হাবীব, আ আল মামুন, নাহিদ হাসান, আশফাক নিপুন, সৌভিক রেজা,  রেজাউর রহমান লেনিন, রাখাল রাহা, আর রাজী, মোহাম্মদ নাজিম উদ্দিন, ড. মোশরেকা অদিতি হক, অমল আকাশ, এএইচ চঞ্চল, ড. মারুফ মল্লিক, পাভেল পার্থ, চিনু কবির, মাহবুব সুমন, মীর হুযাইফা আল মাহমুদ, ফেরদৌস আরা রুমী, সায়মা আলম, মাহাবুব রাহমান, সাঈদ বারী, এহসান মাহমুদ, আবুল কালাম আল আজাদ, গাজী তানজিয়া, মোহাম্মদ রোমেল, অস্ট্রিক আর্যু, মোহাম্মদ আরজু, ইসমাইল হোসেন, তুহিন খান, পলিয়ার ওয়াহিদ, সালাহ উদ্দিন শুভ্র, সাদিক মাহবুব ইসলাম, 
শাহাদাৎ স্বাধীন, পারভেজ আলম, নকিব মুকশি, কবি হাসান জামিল, অর্বাক আদিত্য, উৎসব মোসাদ্দেক, আরাফাত রহমান, দীপক কুমার রায়, মিসবাহ জামিল, রাহুল বিশ্বাস।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সর্বশেষ

পাঠকপ্রিয়