জাতীয় নির্বাচন আয়োজনে ইসি সর্বোচ্চ প্রস্তুতি নেবে: সিইসি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সিইসি এ এম এম নাসির উদ্দিন (ফাইল ফটো)
জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেছেন, “আমরা চাই না, নির্বাচন নিয়ে কোনো মহল আমাদের দিকে অভিযোগের আঙুল তুলুক। এজন্যই পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করব।”
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন সিইসি।
দুপুর ২টা ২০ মিনিটে তিন সদস্যের প্রতিনিধিদল নিয়ে সিইসির কক্ষে যান ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেবল সিইসি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সিইসি ও ট্রেসি অ্যান জ্যাকবসন আলাদা সংবাদ সম্মেলনে অংশ নেন।
ঢাকা/এএএম/রফিক