ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন গার্মেন্টস মালিককে ধর‌তে ইন্টার‌পোলে চি‌ঠি

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২১:৪২, ১ সেপ্টেম্বর ২০২৫
তিন গার্মেন্টস মালিককে ধর‌তে ইন্টার‌পোলে চি‌ঠি

শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় করার জন‌্য তিন গা‌র্মেন্টেস মা‌লি‌ককে ধর‌তে ইন্টার‌পো‌লে রেড‌ নো‌টিশ জা‌রি করতে চি‌ঠি দি‌য়ে‌ছে সরকার।

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এনসিবি) স্বাক্ষরিত পত্রে এই অনুরোধটি ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয় ব‌লে সোমবার (১ সেপ্টেম্বর) শ্রম মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন আদালতে দায়েরকৃত মামলাকে ভিত্তি করে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।

তিন গা‌র্মেন্টস মা‌লিক হ‌লো টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম। তারা শ্রমি‌কের পাওনা না দি‌য়ে দীর্ঘ‌দিন ধ‌রে বি‌দে‌শে পলাতক র‌য়ে‌ছেন।

মন্ত্রণালয় জানায়, শ্রম অধিকার লঙ্ঘন ও সংশ্লিষ্ট আইনগত অভিযোগে মামলাগুলো চলমান রয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়, মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থানকারী অভিযুক্তদের দেশে ফেরত আনার লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়