ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:১০, ১৭ সেপ্টেম্বর ২০২৫
সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক 

চার দাবিতে তিন ঘণ্টা অবরোধের পর ঢাকার সাতরাস্তা মোড়ের সড়ক ছাড়লেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা । 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় সাতরাস্তা মোড়ের অবরোধ ছাড়ার ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাসফিক ইসলাম।

তিনি বলেন, “আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে আজকের মত অবরোধ ছেড়েছি। তবে আমাদের প্রতিনিধি দলের আলোচনা চলমান রয়েছে।”

ডিএমপির তেজগাঁও বিভাগ ডিসি ইবনে মিজান বলেন, “শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ের অবরোধ ছেড়ে দিয়ে ক্যাম্পাসে ফিরেছেন। এখন সাতরাস্তা মোড়ে যান চলাচল স্বাভাবিক।”

এর আগে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট সৃষ্টি হয় আশপাশ এলাকাতেও। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। 

শিক্ষার্থীরা যে দাবিতে বিক্ষোভ করেন সেগুলো হলো—
১. প্রকৌশল অধিকার আন্দোলন থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
৩. কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়