ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ ৪ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২৫  
চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ ৪ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

চট্টগ্রামের সাতকানিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চার জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাদের নিয়ে আসা হয়েছে।

এই চারজন হলেন—মাহবুবুর রহমান(৪৫), ইদ্রিস আলী(২৭), রিয়াজউদ্দিন(২০) ও ইউসুফ আলী(৩২)। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, মাহবুবুর রহমানের ৫০ শতাংশ, ইদ্রিস আলীর ৭০ শতাংশ, রিয়াজউদ্দিনের ৬০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের সবার খাদ্যনালী পুড়ে গেছে এবং সবার অবস্থা আশঙ্কাজনক।

গতকাল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে একটি সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ ঘটে। এতে সৃষ্ট অগ্নিকাণ্ডে ১০ জন দগ্ধ হন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে চার জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। 

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়