ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট অ্যাপ প্রস্তুত, নিবন্ধিতরা পাবেন ভোটের সুযোগ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ১৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৯:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০২৫
‘প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট অ্যাপ প্রস্তুত, নিবন্ধিতরা পাবেন ভোটের সুযোগ’

ইসি সচিব মো. আখতারুজ্জামান।

প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আখতারুজ্জামান বলেন, “কেবল নিবন্ধিত প্রবাসীরাই এই সুবিধা পাবেন। কেউ যদি শুধু নিবন্ধন করেই দেশে এসে ভোট দিতে চান, তাদের জন্য এই সুযোগ নেই।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

ইসি সচিব বলেন, “প্রবাসীদের নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে, যা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। কবে থেকে এ নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে, তা শিগগিরই জানানো হবে।”

তিনি আরো বলেন, “কোন সময় ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পাঠানো হবে এবং কীভাবে তা রিটার্নিং কর্মকর্তার কাছে ফিরে আসবে, সে বিষয়টি নির্ধারিত হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর।”

“পোস্টাল ব্যালট ব্যবস্থায় শুধু প্রবাসীই নয়, দেশের অভ্যন্তরে ভোটে নিয়োজিত কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও এই সুবিধা পাবেন। তবে তাদেরকেও অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।”

নির্বাচনের জন্য প্রবাসীদের কাছে কীভাবে খাম ও ব্যালট যাবে, সে প্রসঙ্গে ইসি সচিব বলেন, “একটি বড় খামের মধ্যে তিনটি খাম পাঠানো হবে প্রবাসীর ঠিকানায়। একটি খামে থাকবে ব্যালট পেপার, অন্য খামে ভোট দিয়ে ফেরত পাঠাতে হবে। নির্দেশনাও সঙ্গে থাকবে। ব্যালট পেপারে প্রার্থীর নাম থাকবে না, থাকবে প্রতীক এবং প্রতীকের পাশে নির্ধারিত জায়গা, যেখানে টিক বা ক্রস দিয়ে ভোট প্রদান করা যাবে।”

ইসি সচিব বলেন, “প্রবাসীদের জন্য পোস্টাল ভোট কার্যক্রম কবে শুরু হবে, তা নির্বাচনের সময়সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই জানিয়ে দেওয়া হবে।”

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়