বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কোর কমিটি
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান করে কোর কমিটি গঠন করেছে সরকার। আগামী ৫ নভেম্বরের মধ্যে এ কমিটি প্রতিবেদন দাখিল করবে।
রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির জরুরি সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। হজরত শাহজা
লাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে এ জরুরি সভা করা হয়।
ফারুক ই আজম বলেছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্তে আজ একটি কোর কমিটি গঠন করা হয়েছে। এটি ১২ সদস্য বিশিষ্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিব কমিটির নেতৃত্বে থাকবেন। এ কমিটির সভা আবার আগামী ৫ নভেম্বর হবে। ৫ নভেম্বরের মধ্যে এ কমিটি প্রতিবেদন দাখিল করবে। এ কমিটির সুপারিশ অনুসারে পরিকল্পনা নেওয়া হবে।
তিনি বলেন, আগুন লাগার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, আমরা সভায় সেটা নিয়ে দীর্ঘ সময় কথা বলেছি। দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী নির্দেশিকা অনুসারে আজ এ সভা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ বিভিন্ন মন্ত্রণালয় সচিবরা উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/রফিক