ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দলিল লেখক সমিতির নতুন সভাপতি রশিদ, মহাসচিব টমাস

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ২৫ অক্টোবর ২০২৫  
দলিল লেখক সমিতির নতুন সভাপতি রশিদ, মহাসচিব টমাস

আলহাজ এম, এ, রশিদকে সভাপতি ও কে, এস, হোসেন টমাসকে মহাসচিব করে বাংলাদেশ দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সমিতির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে ২৪ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আলহাজ্ব রফিকুল ইসলাম সরকার ও আলহাজ্ব নুরুল হক মিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান, আলহাজ্ব এম, এ, তাহের, মুস্তাফিজুর রহমান মল্লিক ও শরিফুজ্জামান সজলকে ভাইস চেয়ারম্যান, এস, এম, আয়নাল হক, মো. ফিরোজ আলম ও আমিনুল ইসলাম আখন্দকে সিনিয়র যুগ্ম মহাসচিব, মো. রুহুল আমিন খান, মোহাম্মদ আরজু আখন্দ ও মো. সিদ্দিকুর রহমান লিটুকে যুগ্ম মহাসচিব করা হয়।

এর আগে সমিতির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে সরকারের কাছে ৭ দফা দাবি জানানো হয়। এই দাবি আদায়ে আন্দোলনে যাওয়ার ঘোষণাও দিয়েছে সমিতি।

সেগুলো হচ্ছে, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। সাবেক আইনমন্ত্রী মহোদয়ের প্রতিশ্রুত দলিল প্রতি সম্মানি ভাতা নুন্যতম চার হাজার টাকা বাস্তবায়ন করতে হবে। লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেহ দলিল লেখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে। যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা/মুসাবিদা কারক হিসাবে। দলিল লেখকদের আনামী করা যাবে না। দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে। 

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সর্বশেষ

পাঠকপ্রিয়