ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আড়াই ঘণ্টা পর মেট্রোরেল চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ২৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:৪৪, ২৬ অক্টোবর ২০২৫
আড়াই ঘণ্টা পর মেট্রোরেল চালু

ফাইল ফটো

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যুর পর রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর বিকেল ৩টায় উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগারগাঁও থেকে মতিঝিল অংশে সেবা দ্রুত চালু করার লক্ষ্যে কার্যক্রম চলছে।

কারিগরি ত্রুটির কথা জানায় ডিএমটিসিএল

এর আগে দুপুর ২টা ১০ মিনিটে ডিএমটিসিএলের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয় যে, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। 

নিহত ব্যক্তির পরিচয়
দুর্ঘটনায় নিহত পথচারীর নাম আবুল কালাম (৩৫)। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা। দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় তিনি বিয়ারিং প্যাডের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ
এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। তারা যাত্রী ও নাগরিকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে বলেছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়