ঢাকা     বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ফার্মগেটে তীব্র যানজট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ১১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:১২, ১১ ডিসেম্বর ২০২৫
তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ফার্মগেটে তীব্র যানজট

সড়ক অবরোধের কারণে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে তার সহপাঠীরা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ কারণে ওই এলাকার সড়কে প্রবল যানজট সৃষ্টি হয়েছে।

সহপাঠীর খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ফার্মগেট সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধের কারণে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শান্তিপূর্ণ অবস্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এরইমধ্যে হোস্টেল সুপার বাদি হয়ে একটি মামলা করেছেন।

নিহত সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক নিয়ন্ত্রণ ও সেবন নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রানা গুরুতর আহত হন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা/এমআর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়