আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বৈঠক শুরু হয়।
এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘‘নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হবে। বৈঠকে পুলিশ কমিশনার, আইজিপি, বিজিবির মহাপরিচালক, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।’’
তিনি আরো বলেন, ‘‘গত বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ এবং নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিশ্চিত করতে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।’’
ঢাকা/এএএম/রাজীব