‘সচেতনতার ওপর নির্ভর করছে ডিজিটাল ভূমিসেবার সফলতা’
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, “ভূমি মানুষের জীবনের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সম্পদগুলোর একটি। ফলে ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সততা, দায়িত্বশীলতা ও বিচার-বিশ্লেষণের সঙ্গে কাজ করতে হবে। ডিজিটাল ভূমিসেবা চালুর মাধ্যমে সেবাগ্রহীতাদের সুযোগ যেমন বেড়েছে, তেমনি নতুন কিছু চ্যালেঞ্জও সৃষ্টি হয়েছে। এসব উদ্যোগের সফলতা অনেকাংশেই নির্ভর করছে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সচেতনতার ওপর।”
তিনি বলেন, “অনলাইন নামজারি, খতিয়ান সংগ্রহ ও ভূমি কর ব্যবস্থাপনার মতো সেবাগুলো কার্যকর করতে হলে জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। সাধারণ মানুষ এসব ডিজিটাল সেবার সুফল ও প্রক্রিয়া সম্পর্কে অবগত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। তাই সাধারণ মানুষের সচেতনতার মাধ্যমেই ডিজিটাল ভূমিসেবার প্রকৃত সফলতা নিশ্চিত করা যাবে।”
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে ‘ভূমিসেবা সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময়’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসুফ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. মাহমুদুল হোসাইন খান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম. সালাহউদ্দীন নাগরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা/এএএম/এসবি